ঢাকা, ২০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো পুরুষই নির্খুঁত নয়।
বিশেষ করে নারীর দৃষ্টিতে ‘মি.পারফেক্ট’ না কেউই। বেশিরভাগ নারীই তার
সঙ্গীকে মাত্র ৬৯ শতাংশ নিখুঁত মনে করে। এমন তথ্যই পাওয়া গেছে নতুন এক
জরিপে।
প্রথমেই একজন নারীকে আকৃষ্ট করে পুরুষের আকর্ষণীয় ব্যক্তিত্ব। এরপর তার রসবোধ এবং চেহারায় কোনো নারী আকৃষ্ট হয়।
অন্যদিকে, জীবনসঙ্গীনির বন্ধুবান্ধবদের সঙ্গে সহজভাবে মিশতে না পারা, তাদের গাড়ি চালনা নিয়ে উপহাস করা এবং একসঙ্গে বহুমুখী কাজ করতে না পারাকেই নারীরা পুুরুষের সবচেয়ে বড় দোষ হিসেবে দেখে।
কোন বিষয়গুলো নারীর চোখে একজন পুরুষকে নিঁখুত করে তোলে- এ প্রশ্নের জবাবে বেরিয়ে এসেছে এসব তথ্য।
পুরুষের দোষ-ত্র“টিগুলো কী জানতে চাওয়া হলে জরিপে অংশ নেওয়া নারীরা এমনই জবাব দিয়েছেন।
পুরুষের অন্যান্য দোষ-ত্র“টির মধ্যে উঠে এসেছে টয়লেটের দরজা খোলা রাখা, অতিরিক্ত খেলা দেখা এবং নিজেকে পরিপাটি করে রাখার প্রবণতা কম থাকার মতো বিষয়গুলো।
তাছাড়া, নখ না কাটা, উশকো-খুশকো দাড়ি রাখা এবং অতিরিক্ত মা-পাগল পুরুষকে নারীরা মোটেই ভাল চোখে দেখে না।
২০০০ নারীর ওপর জরিপটি চালিয়েছে যুক্তরাজ্যের রূপচর্চাকারী প্রতিষ্ঠান ‘রেমিংটন’। এর ফল প্রতিবেদন আকারে প্রকাশ করেছে ‘দ্য ডেইলি মেইল’।
রেমিংটনের বিপণন পরিচালক নিক্কি ম্যাকরেনল্ডস বলেছেন, “দেখা যাচ্ছে নারীরা তার জীবনসঙ্গীর মাঝে যে বিষয়গুলো খুঁজে পেতে চায় সেক্ষেত্রে তারা খুবই বাস্তববাদী
প্রথমেই একজন নারীকে আকৃষ্ট করে পুরুষের আকর্ষণীয় ব্যক্তিত্ব। এরপর তার রসবোধ এবং চেহারায় কোনো নারী আকৃষ্ট হয়।
অন্যদিকে, জীবনসঙ্গীনির বন্ধুবান্ধবদের সঙ্গে সহজভাবে মিশতে না পারা, তাদের গাড়ি চালনা নিয়ে উপহাস করা এবং একসঙ্গে বহুমুখী কাজ করতে না পারাকেই নারীরা পুুরুষের সবচেয়ে বড় দোষ হিসেবে দেখে।
কোন বিষয়গুলো নারীর চোখে একজন পুরুষকে নিঁখুত করে তোলে- এ প্রশ্নের জবাবে বেরিয়ে এসেছে এসব তথ্য।
পুরুষের দোষ-ত্র“টিগুলো কী জানতে চাওয়া হলে জরিপে অংশ নেওয়া নারীরা এমনই জবাব দিয়েছেন।
পুরুষের অন্যান্য দোষ-ত্র“টির মধ্যে উঠে এসেছে টয়লেটের দরজা খোলা রাখা, অতিরিক্ত খেলা দেখা এবং নিজেকে পরিপাটি করে রাখার প্রবণতা কম থাকার মতো বিষয়গুলো।
তাছাড়া, নখ না কাটা, উশকো-খুশকো দাড়ি রাখা এবং অতিরিক্ত মা-পাগল পুরুষকে নারীরা মোটেই ভাল চোখে দেখে না।
২০০০ নারীর ওপর জরিপটি চালিয়েছে যুক্তরাজ্যের রূপচর্চাকারী প্রতিষ্ঠান ‘রেমিংটন’। এর ফল প্রতিবেদন আকারে প্রকাশ করেছে ‘দ্য ডেইলি মেইল’।
রেমিংটনের বিপণন পরিচালক নিক্কি ম্যাকরেনল্ডস বলেছেন, “দেখা যাচ্ছে নারীরা তার জীবনসঙ্গীর মাঝে যে বিষয়গুলো খুঁজে পেতে চায় সেক্ষেত্রে তারা খুবই বাস্তববাদী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন