Translate

রবিবার, ১৮ মার্চ, ২০১২

1pinless.com এ মাসেই বাংলাদেশে আসছে নতুন আইপ্যাড অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক বাজারে আজ শুক্রবার থেকে আইপ্যাড বিক্রি শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে, এশিয়ার বাজারে শুরু থেকেই আইপ্যাড উন্মাদনা তৈরি হয়েছে। বাজারে সাড়া ফেলায় অ্যাপলের বাজার মূলধনও ৬০০ বিলিয়ন ছাড়িয়ে গেছে। নতুন আইপ্যাডের জন্য বাংলাদেশেও অনেকেই উত্সাহী। বাংলাদেশে ম্যাক ও আইপডের রিসেলার থাকলেও আইপ্যাডের জন্য অনুমোদিত রিসেলার নেই। তবে অ্যাপল পণ্যের কয়েকটি রিসেলার প্রতিষ্ঠান আইপ্যাডের নতুন সংস্করণ আনার কথা জানিয়েছে। সেই হিসেবে বলা যায় অ্যাপলের ‘নিউ আইপ্যাড’-এর থ্রিজি মডেল এ মাসের শেষ নাগাদ বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। এর দাম হতে পারে ৬৫ থেকে ৭৫ হাজার টাকার মধ্যে।

আইপ্যাড ২ সংস্করণটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। নতুন সংস্করণ বাজারে আসায় আন্তর্জাতিক বাজারে এর দাম কমে গেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। দেশে এই আইপ্যাডের ৩২ গিগাবাইট মডেলের দাম ছিল ৭৩ হাজার টাকা। এখন এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর দাম পড়বে ৬৫ হাজার টাকা।

অ্যাপলের নতুন আইপ্যাড যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, হংকং, জাপান, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বাজারে শিগগিরই পাওয়া যাবে। সিঙ্গাপুরের বাজারে আসার পরপরই এটি বাংলাদেশের বাজারে চলে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশে অ্যাপলের রিসেলার প্রতিষ্ঠান অ্যালোহারের সিইও মোহাম্মদ আবু নাসের।
উল্লেখ্য, চলতি বছর সারা বিশ্বে অ্যাপল সাড়ে ছয় কোটি ইউনিট আইপ্যাড বিক্রি করতে পারে বলে ধারণা করছে বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানাকর্ড জেনুইনিটি।

কোন মন্তব্য নেই:

FSS blog

FSS TSTL Photo Gallery

FSS TSTL Photo Gallery
Pictures

I like it

  • Bangla Song
  • Love
  • Move

what is love?

এই ব্লগটি সন্ধান করুন

লেবেল

লেবেল

ভূমি (1) sex (6)

Wikipedia

সার্চ ফলাফল