ঘোষণা
দেয়ার মাত্র ২৪ ঘণ্টা হতে না হতেই কমে আসছে অ্যাপলের ‘নতুন’ আইপ্যাডের
স্টক। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ১৬ মার্চ বাজারে আসার কথা থাকলেও
সেদিনের জন্য সাদা রঙের আইপ্যাড আর স্টকে নেই। খবর দি নেক্সট ওয়েবের।
সূত্র জানিয়েছে, এটিঅ্যান্ডটি ক্যারিয়ারের সাদা রঙের ফোর জি আইপ্যাড প্রিঅর্ডার করতে গেলে ডেলিভারির তারিখ দেখানো হচ্ছে ১৯ মার্চ। এর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, ১৬ মার্চে ডেলিভারি দেয়ার মতো সব আইপ্যাড বিক্রি শেষ করে ফেলেছে অ্যাপল। তবে ৩২ গিগাবাইটের কিছু কিছু আইপ্যাড এখনো ১৬ মার্চেই পাওয়া যাচ্ছে।
দি নেক্সট ওয়েব জানিয়েছে, সাদা ডিভাইসের প্রতিই ক্রেতারা বেশি আকৃষ্ট। কেননা, সাদা প্রায় সব আইপ্যাড বিক্রি হয়ে গেলেও যেকোনো স্টোরেজ ক্যাপাসিটির কালো আইপ্যাড এখনো পাওয়া যাচ্ছে পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই।
সূত্র জানিয়েছে, এটিঅ্যান্ডটি ক্যারিয়ারের সাদা রঙের ফোর জি আইপ্যাড প্রিঅর্ডার করতে গেলে ডেলিভারির তারিখ দেখানো হচ্ছে ১৯ মার্চ। এর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, ১৬ মার্চে ডেলিভারি দেয়ার মতো সব আইপ্যাড বিক্রি শেষ করে ফেলেছে অ্যাপল। তবে ৩২ গিগাবাইটের কিছু কিছু আইপ্যাড এখনো ১৬ মার্চেই পাওয়া যাচ্ছে।
দি নেক্সট ওয়েব জানিয়েছে, সাদা ডিভাইসের প্রতিই ক্রেতারা বেশি আকৃষ্ট। কেননা, সাদা প্রায় সব আইপ্যাড বিক্রি হয়ে গেলেও যেকোনো স্টোরেজ ক্যাপাসিটির কালো আইপ্যাড এখনো পাওয়া যাচ্ছে পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন